২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৪৫
মুন্সিগঞ্জে জামাইয়ের টাকা নিয়ে বৌ-শাশুড়ি উধাও
খবরটি শেয়ার করুন:

মালোয়শিয়া প্রবাসী বাবু ঢালী নামে এক ব্যক্তির ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তার স্ত্রী রাবেয়া সুলতানা (২৩) ও শাশুড়ি ইয়াসমিন আক্তার। এমনটাই অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী বাবু ঢালী ওই এলাকার সোলেমান ঢালীর ছেলে।

তিনি জানান, চলতি বছরের ২৭ আগস্ট (সোমবার) মালেয়শিয়া থেকে ফিরেছেন বাংলাদেশে। প্রবাসে থাকা অবস্থায় নিজের সামান্য ব্যয় রেখে আয়ের পুরোটাই পাঠাতেন স্ত্রীর কাছে। এছাড়াও শাশুড়ি জমি কিনে দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা নেন। তবে দেশে এসে জানতে পেরেছেন স্ত্রী রাবেয়া সুলতানা ও শাশুড়ি প্রতারণা করে পুরো টাকাই আত্মসাৎ করেছে। শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর খোঁজ করলে পাওয়া যায়নি তাকে। শাশুড়ি ও স্ত্রী উভয়ের মুঠোফোন এখন বন্ধ। কোনো উপায় না পেয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

জানা যায়, ২ বছর প্রেমের সম্পর্কে একই উপজেলার এলাকার সামাদ সরদারের মেয়ে সুলতানাকে ২ লাখ টাকা দেনমহড়ে বিয়ে করেন বাবু ঢালী।

মুন্সিগঞ্জ সদর থানার এস আই আসাদ জানান, থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।

error: দুঃখিত!