মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জামাল হোসেন।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল বাতেন।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দিদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মহিলা জাতীয় পার্টির সভানেত্রী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য কাকলী আক্তার কাকন, জেলা যুব জাতীয় পার্টির সভাপতি মোঃ মোনায়েম আহমেদ ভূঁইয়া, হাবিবুর রহমান সেলিম, আনোয়ার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জামাল হোসেন বলেন, মুন্সিগঞ্জ সহ সারা দেশে যত বড় বড় উন্নয়ন রয়েছেন তা জাতীয় পার্টির অবদান। ৩০ বছর যাবৎ দুই নেত্রী সংসার করলেন কিন্তু তারা কি অবদান রাখলেন? মুন্সিগঞ্জ বড় মসজিদে অনুদান, গজারিয়া বড় রাস্তা, মহিলা কলেজ প্রতিষ্ঠা, ডাক বাংলো, গ্যাসের লাইন ও বিসিকের সার্বিক উন্নয়ন একমাত্র জাতীয় পার্টিই করেছে।
প্রধান বক্তা হিসেবে আব্দুল বাতেন বলেন, আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির উপর নির্ভর করেই দাড়িয়ে আছে। জাতীয় পার্টি ব্যতীত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না যদি আমরা সঙ্গবন্ধভাবে কাজ করি ও সুসংগঠিত হই। কিন্তু জাতীয় পার্টি কোন সুযোগ সুবিধা পাচ্ছে না।