মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে (টোল প্লাজা সংলগ্ন) জনতা ব্যাংকের ৯১০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকালে সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-৩) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস শাখাটির উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ব্যবসায়ী-শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের জিএম বিভাগীয় কার্যালয় মো. মসীয়ূর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য (মুন্সিগঞ্জ -৩) অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক এফসিএ ও সিইও অ্যান্ড এমডি, মো. আবদুস সালাম, সহকারী মহাব্যবস্থাপক, মুন্সিগঞ্জ মো. শফিক আহম্মেদ খান, সহকারী মহাব্যবস্থাপক মুন্সিগঞ্জ আব্দুর রাজ্জাক ।
এসময় ব্যাংকে হিসাব খুলে আধুনিক অনলাইন ব্যাংকিং সেবা নেওয়ার জন্য স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।