৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৯:৪০
মুন্সিগঞ্জে ছেলে-মেয়েকে হ.ত্যার পর প্রবাসীর স্ত্রীর প্রাণ বিসর্জন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছেলে-মেয়েকে হ.ত্যার পর প্রাণ বিসর্জন দিয়েছেন প্রবাসীর স্ত্রী। প্রাথমিক ধারণার ভিত্তিতে পুলিশ ও স্থানীয়রা বলছে, ঋণগ্রস্থ ছিলো পরিবারটি। সেই চাপ সইতে না পেরে এমন ঘটনা ঘটতে পারে।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের উওর ইসলামপুর গ্রামে নিজ বসতবাড়ি থেকে মৃত ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী আলী মিয়ার স্ত্রী সায়মা বেগম (৩৩), তার মেয়ে ছাইমুনা (১১) ও পুত্র তাওহীদ (৭)।

প্রথমে দুই সন্তানকে বীষপানে মৃত্যু নিশ্চিত করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সায়মা বেগম- এমন ধারণা পুলিশের।

প্রবাসী আলী মিয়ার বড় বোন বলেন, আমার ভাই ঋণগ্রস্থ ছিলো। এ নিয়ে ভাবীর উপর চাপ ছিলো। সেসব বিষয় নিয়ে মানসিক চাপ থেকে এ ঘটনা ঘটতে পারে।

সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে।

error: দুঃখিত!