৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০২
মুন্সিগঞ্জে ছাত্রলীগের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার রামপাল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল।

বক্তব্যকালে ফয়েজ অাহম্মেদ পাভেল বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক অান্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। সমাজে শিক্ষার্থীদের অালাদা মূল্যায়ন করা হয়।’

এছাড়া কলেজ ক্যাম্পাসে কেউ যাতে জঙ্গিবাদের বীজ বপন না করতে পারে সেই দিকে শিক্ষার্থীদের বিশেষ নজর রাখতে বলেন তিনি।

এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রায় ২০০ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালক জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করে বিএনপি-জামায়াত। খালেদাপূত্র, বিদেশ পলাতক তারেক জিয়ার পরোক্ষ মদদে সেই সময়ে সারাদেশে স্লোগান তোলা হয় ‘বাংলা হবে অাফগান’। জামায়াতে ইসলাম এখনো বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে অর্থায়ন সহ বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ থেকে যে কোন মূল্যে জঙ্গী ও জঙ্গীদের দোষরদের মূলোৎপাটন করা হবে।

error: দুঃখিত!