১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৮:১১
মুন্সিগঞ্জে চকোলেটের প্রলোভনে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, মামলায় গ্রেপ্তার মুদি দোকানি
খবরটি শেয়ার করুন:
20

মুন্সিগঞ্জ, ২৬ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে চকোলেটের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি মুদি দোকানি শাহ আলম খানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার গজারিয়া থানায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলার এজাহার জমা দিলে সেটি রুজু করে পুলিশ।

এর আগে গতকাল রাত নয়টার দিকে ওই মুদি দোকানিকে উপজেলার রসুলপুর এলাকা থেকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত সোলাইমান খানের ছেলে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারের বরাতে ওসি জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রসুলপুর গ্রামে বাড়ির পাশে শাহ আলম খানের মুদি দোকানে যায় শিশুটি। এসময় তাকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যৌন পীড়নের চেষ্টা করেন মুদি দোকানি। ঘটনাটি উপস্থিত স্থানীয়রা টের পেয়ে ওই মুদি দোকানিকে আটক করে পুলিশে দেন।

ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হবে।