মুন্সিগঞ্জ সদর উপজেলায় তথাকথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন চিহ্নিত নৌডাকাত। তাঁর বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
গতকাল শনিবার দিবাগত ২টায় উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর সেতুর নীচে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে আজ রোববার সকালে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন।
নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির (৩০)। তিনি উপজেলার কালিরচর গ্রামের বাসিন্দা।