মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাসভবনের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে শোবার কক্ষে ঢুকে মসজিদের ইমামকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তার নাম মেজবাহ উদ্দিন (৪২)।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সোনারং গ্রামে এ ঘটনা ঘটে।
আউটশাহী ইউনিয়নের তাল গাছতলা জামে মসজিদের ইমাম মেজবাহকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মসজিদের ইমাম মেজবাহ উদ্দিন অভিযোগ করে জানান, রাতে তিনি নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাত ৩ টার দিকে ২ জন দুস্কৃতকারী প্রথমে তার বাসভবনের কলাপসিবল গেটের তালা ভাঙ্গে। এতে তার ঘুম ভেঙ্গে যায়। পরে ওই দুস্কৃতকারীরা দরজা ভেঙ্গে শোবার কক্ষে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি আত্মচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুখোশ পরিহিত থাকায় ইমাম মেজবাহ দুস্কৃতকারীদের চিনতে পারেননি।
তিনি আরও জানান, স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মাথায় ১০ টি ও হাতে ১৪ টি সেলাই দেওয়া হয়। এরপর তিনি বাড়িতে ফিরলে আবারও অসুস্থ হয়ে পড়েন। পুনরায় তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।