মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়িচাপায় প্রণব সাহা (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সীমানাধীন মেঘনা-গোমতী সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রণব সাহা বাংলাদেশ ব্যুরো এনজিওর গৌরিপুর ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট হাসেম উদ্দিন জানান, মোটরসাইকেলটিকে সামনে থেকে আসা একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রণব সাহা মারা যান। লাশটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত প্রণব সাহা তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে মুন্সিগঞ্জ শহরের মনিকপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানান তিনি।