৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাছ ভেঙ্গে চাঁপা পড়ে মা-মেয়ের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে ঘূর্নিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল বাতাসে গাছ ভেঙ্গে পড়ে বসতঘরের নীচে চাঁপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া এসময় ঘড়ে থাকা বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছে।

গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মা আসমা বেগম আশু (২৮) ও মেয়ে সুরাইয়ার (৩) লাশ মঙ্গলবার ভোরে স্থানীয়রা চাঁপা পড়া অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় বাবা আব্দুর রাজ্জাককে (৩৫) ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ছেলে আরাফাতকে (১০) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টি ও প্রবল বেগে বাতাস বইতে শুরু করে জেলার লৌহজং উপজেলার সর্বত্র। সন্ধ্যার পর বাতাসের গতি বাড়তে থাকে। রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কনকসার গ্রামের ঝড়ের কবলে টিনের তৈরী ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে নীচে চাঁপা পড়ে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী ও ছেলে-মেয়ে।

পরে আজ ভোরে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে বিধ্বস্ত অবস্থায় বসতঘরের নীচে ওই পরিবারের সদস্যদের দেখতে পায়। এতে মুসল্লিদের সঙ্গে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে চাঁপা পড়ে থাকা অবস্থায় আব্দুর রাজ্জাকের স্ত্রী আসমা ও মেয়ে সুরাইয়ার লাশ উদ্ধার করে। এসময় জীবিত অবস্থায় আব্দুর রাজ্জাক ও তার ছেলে আরাফাতকে উদ্ধার করে।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ঝড়ের কবলে গাছ ভেঙ্গে পড়ে বসতঘরের নীচে চাঁপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!