মুন্সিগঞ্জ, ১৪ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে গাঁজা সেবনের দায়ে ৩ যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পঞ্চসার চৌরাস্তা সংলগ্ন এ.আর.ক্লিনিক এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ৩ দিনের কারাদন্ড ও ১০০ টাকা জরিমানার দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মিরেশ্বরাই এলাকার শহিদ বেপারির ছেলে ইউনুস বেপারি (২২), দূর্গাবাড়ি এলাকার আহম্মদ মোল্লার ছেলে মারুফ হোসেন (২০) ও রামের গাঁও এলাকার মো. বাদলের ছেলে মো. লাদেন (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।