১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৪০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

গতকাল রোববার দিনগত রাতে কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় যুবক মো. রিফাতের (২৫) বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ওই যুবক চরঝাপটা গ্রামের জসিম উদ্দিন মিজির ছেলে।

কিশোরীর মা জানান, ৪-৫ মাস ধরেই তার কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলো যুবক রিফাত। একই সঙ্গে কিশোরীকে নানা কুপ্রস্তাব দিয়ে আসে। এতে রাজি না হওয়ায় গেলো ১৮ জানুয়ারী নিজ বাড়ি থেকে নানা বাড়িতে যাওয়ার পথে সড়ক থেকে কিশোরীকে তুলে নিয়ে যায় ওই যুবক। এরপর গ্রামের একটি পরিত্যক্ত দোচালা ঘরে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরী আর্তচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যায়। তাৎক্ষণিক ওই যুবক দৌড়ে পালিয়ে যায়।

সদর থানার ইন্সপেক্টর তদন্ত আনসার উজ্জামান জানান, কিশোরীর মা ধর্ষণের চেষ্টা করার অভিযোগ দিলে মামলা রুজু করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!