১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৬:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কবরস্থানের পাশের অজুখানায় পড়েছিলো যুবতীর মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় কবরস্থানের অজুখানা থেকে গলা বাঁধা রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২১-২২ হতে পারে বলে পুলিশের ধারণা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদার কান্দি গ্রামের কবরস্থান ও ঈদগাহের অজুখানায় ওড়না দিয়ে অজুখানার সাথে বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক লোক অজুখানায় লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। নিহত যুবতীর শরীরের উপরিভাগ বস্ত্রহীন অবস্থায় ছিলো। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবতীকে ডেকে এনে হত্যা করে মরদেহ ফেলে গিয়েছে দুবৃত্তরা।

গজারিয়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওই যুবতীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি বলেন, হত্যার আগে ধর্ষণের কোন ঘটনা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 

error: দুঃখিত!