২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:২৪
মুন্সিগঞ্জে উত্ত্যক্ত হিন্দু ছাত্রীর জেএসসি পরীক্ষা বন্ধ
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন দুই স্বজন।

শনিবার রাতে ওই ঘটনার পর রোববার মেয়েটি (১৩) চলমান জেএসসির গণিত পরীক্ষা দিতে যায়নি।

আহত ননী গোপাল ও পিযুষ মণ্ডলকে (২৫) সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মেয়েটির মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাগর বাড়ৈ (২৩) তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এ ঘটনায় গত মাসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা সালিস বৈঠক করে সাগরকে শাসিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত না করার জন্য সতর্ক করে দেন।

ওই ঘটনার পর সাগর কিছুদিন উত্ত্যক্ত করেনি। সম্প্রতি সে আবার তাকে উত্ত্যক্ত শুরু করে বলে জানান তিনি।

“এর প্রতিবাদ করায় শনিবার রাতে ওর বাবার বন্ধু একই গ্রামের ননী গোপাল ও গ্রাম সম্পর্কীয় ভাই পিযুষের উপর হামলা চালালে আমার মেয়ে ভয়ে জেএসসি পরীক্ষা দেওয়া বন্ধ করে দেয়।”

স্থানীয় কানাইনগর গ্রামের সতীশ চন্দ্র সরকারের ছেলে আহত ননী গোপাল সরকার বলেন, একাধিকবার বখাটের বাবার কাছে নালিশ করে তাকে উত্ত্যক্ত থেকে বিরত করায় সাগর ক্ষিপ্ত হয়।

“শনিবার রাতে বাজার থেকে আমি ও পিযুষ সিরাজদিখান বাজার থেকে ফেরার পথে রাস্তায় সাগর, কালাচান ও রুপচানসহ কয়েক জন আমাদের মারধর করে। এতে আমার ও পিযুষের মাথা ফেটে যায়।”

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. নূরুন নবী বিল্লা বলেন, দুই জনের মাথা ফেটে গেছে। কিছু এক্স-রে ও মাথার সিটি স্ক্যান করলে বোঝা যাবে রোগীর অবস্থা।

প্রয়োজনে তাদের ঢাকায় পাঠানো হতে পারে বলে জানান তিনি।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সুমা বলেন, “বখাটের কারণে মেয়েটির জেএসসি পরীক্ষা বন্ধ হলো। আমরা এই বখাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী করা যায় দেখব।”

সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, “আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি । অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।”

এ ব্যাপারে সাগরের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

error: দুঃখিত!