২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪২
মুন্সিগঞ্জে ঈদ উদযাপন করতে এসে পানিতে ডুবে মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ মে, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে ইলমা নামের ১০ বছরের এক কিশোরী নদীতে ডুবে নিহত হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার (১৩ মে) বেলা ১২ টায় ইলমা তার আত্বীয়ের সাথে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে গেলে হঠাৎ পানিতে ডুবে যায়। প্রায় ৩০ মিনিট খোজাখুজি করার পর স্থানীয় নিজাম উদ্দিন নদীর গভীর থেকে ইলমাকে তুলে আনে।

পরে সাথে সাথেই টংগিবাড়ী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইলমা কে মৃত ঘোষণা করেন। নিহত ইলমা সাভারের বাচ্চু মিয়ার একমাত্র মেয়ে। ঈদের পর তার মামাতো ভাইয়ের বিয়ে ও ঈদ উদযাপন করতে নানা বাড়িতে বাবা মার সাথে বেরাতে এসেছিলেন।

error: দুঃখিত!