মুন্সিগঞ্জ, ২৩ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ৩০ পিস ইয়াবাসহ জনি আহমদ ও ৫০ গ্রাম গাজাঁসহ হাবিবুর রহমান (৪০) নামের দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী জনি আহমদ ঢাকা জেলার ইসলামবাগ এলাকার পাকু মিয়ার ছেলে সে বর্তমানে নয়াগাঁও পূর্বপাড়া এলাকার ভাড়াটিয়া এবং অপর আসামী মো. হাবিবুর রহমান সদরের উত্তর সিপাহীপাড়া এলাকার সুজাত আলীর ছেলে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নিয়মিত মাদক উদ্ধার অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুরে সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার কামাল মাতবরের নিজ বাড়ী থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় এবং অপর একটি অভিযানে মুক্তারপুর পূর্ণিমা ফিলিং স্টেশনের সামনে থেকে ৫০ গ্রাম গাজাঁ সহ হাবিবুর রহমানকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব।
আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।