২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৪০
মুন্সিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন সভাপতি ইব্রাহিম, সম্পাদক মুজাহিদুল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- মুন্সিগঞ্জ জেলা শাখার এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল ইসলাম (জান্নাতুল)। এছাড়া সহ সভাপতি হয়েছেন শাহরিয়ার অনিক।

আজ ‍শুক্রবার দুপুরে সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকাস্থ ফারিনা প্লাজায় ইসলামী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জের কার্যালয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রতিপাদ্য ছিলো- ‘ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা।’

সংগঠন সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলা থেকে আগত শুরা ও মেহমানদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন মুন্সিগঞ্জের নতুন সভাপতি মো. ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের অনার্স বাংলা বিভাগে অধ্যায়নরত ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম (জান্নাতুল) একই কলেজে অধ্যায়নরত। তারা দুজনেই মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জের সহ সভাপতি হাজী ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদল।

সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর বাহাদুর শাহ্।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক গাজী জসীমউদ্দীন, ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জের সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী, জাতীয় শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি হেমায়েত উদ্দিন।

error: দুঃখিত!