মুন্সিগঞ্জ, ৯ জানুয়ারি ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
১ ডিসেম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ‘ব্রেইন রট’ (Brain rot) শব্দবন্ধকে ২০২৪ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ আখ্যা দিয়েছে। প্রায় ৩৭ হাজার জনগণের ভোটের মাধ্যমে এ শব্দ বেছে নেওয়া হয়।
সামাজিক যোগােযাগ মাধ্যমে নিম্নমানের কনটেন্ট দেখার হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এই শব্দের ব্যবহার হয়। এই নামটি রেখেছে জেনারেশন জি ও জেনারেশন আলফা।
১৮৫৪ সালে মার্কিন প্রাবন্ধিক, কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরোর প্রবন্ধগ্রন্থ ‘ওয়াল্ডেন’-এ শব্দটি প্রথম ব্যবহার করা হয়।
জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বোঝাতে এই শব্দবন্ধ ব্যবহার করেন ডেভিড থরো।
উল্লেখ্য, ২০২৩ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’।