মুন্সিগঞ্জ, ২৩ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা শরনার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২ এর নাগরিক মো. জহুর আল জহির আলম (৩৭) ও নুর বেগম (৩০)।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা নাপিত বাড়ির ব্রীজ এর গোড়ায় পাঁকা রাস্তার উপর হতে সন্দেহজনকভাবে ওই দুইজনকে আটক করে তল্লাশী করলে দুইজনের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।