১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:৩৫
মুন্সিগঞ্জে আলোচিত ফাইভ মার্ডারের আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ার চরবলাকি গ্রামে আলোচিত ফাইভ মার্ডার মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এসময় হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, ২০১৬ সালে গজারিয়ার চরবলাকী এলাকায় ৩ জনকে প্রকাশ্যে হত্যা ও ২ জনকে হত্যার পর মরদেহ গুম করে স্থানীয় সন্ত্রাসী নাজমুল, আরিফ ও সুমন গং৷ এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি আদালতে বিচারাধীন থাকলেও ৯ বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন তারা।

গেল কয়েক বছর আসামিরা আওয়ামী লীগের পদপদবী নিয়ে বিভিন্ন নেতাদের ছত্রছায়ায় থেকে মামলার বিষয়ে সবার মুখ বন্ধ করে রাখে।

স্বজনরা জানান, মামলাটি বর্তমানে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। এতে ক্ষিপ্ত হয়ে হত্যা মামলার আসামি নাজমুল গং নিহতদের স্বজনদের হুমকি দিচ্ছে। এ নিয়ে গত বুধবার গজারিয়া থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্বজন শিলা আক্তার, আকলিমা বেগম, রেহানা বেগম।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৪ জুলাই চরবলাকী এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন গোলাপ সরকার, আইয়ুব সরকার, ইউনুছ মৃধা। অন্যদিকে, গুলি করে হত্যার পর লাশ গুম করা হয় জুয়েল সরকার ও আওলাদ বেপারীর।

এ ঘটনায় নিহত গোলাপ সরকারের পিতা মজু সরকার বাদী হয়ে গজারিয়া থানায় নাজমুল সহ ১৩৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

error: দুঃখিত!