মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আলোচিত শ্রমিক লীগ নেতা জিল্লুর হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই মানবন্ধনে জিল্লুর পরিবারের সদস্য ছাড়াও প্রতিবেশীরা অংশ নেন।
মানববন্ধনকারীরা জিল্লুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, ২ নং আসামি ৬নং ওয়ার্ড কাউন্সিলর লিটন মিয়া, ৪ নং আসামি সম্পদসহ সকল আসামিদের ফাঁসি দাবি করেন।
এসময় নিহত জিল্লুর হত্যা মামলার বাদী তার স্ত্রী রেহানা বেগম, বড় মেয়ে মৌমিতা ইসলাম মৌ, মেঝ মেয়ে নুসরাত জাহান লামিয়া, ছোট মেয়ে সামিয়া আক্তারসহ এলাকার বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।