মুন্সিগঞ্জ আয়কর মেলায় ২৭ লাখ ৯৪ হাজার ৮০৩ টাকার কর আদায় হয়েছে।
রির্টার্ন দাখিল হয়েছে ৪৮৩টি। আর নতুন টিআইএন হয়েছে ১১৩টি। রি রেজিস্ট্রেশন টিআইএন হয়েছে ২টি। সব মিলে সেবা গ্রহন করেছেন ৪ হাজার ১৭৫ জন করা দাতা।
শনিবার বিকালে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে চারদিনব্যাপী আয়কর মেলার সমাপনীতে এই তথ্য জানিয়েছে আয়কর বিভাগ।
এবারের মেলায় বৈরী আবহাওয়া সত্ত্বেও গেল বছরের আয়কর মেলার প্রায় দ্বিগুন কর আদায় ও সেবা দেয়া হয়।
মুন্সিগঞ্জ আয়কর মেলার সমাপনীতে ‘মিট দ্যা প্রেসে’ নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানান।
এই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. জাকির হোসেন ও মুন্সিগঞ্জ কর অফিসের সহকারী কর কমিশনার এমএম শহীদুল্লাহ কায়সায়। মেলায় ১০টি স্টল থেকে আয় করের সেবা প্রদান করা হয়। বুধবার এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল।