২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:২৭
মুন্সিগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মাদক ব্যবসাকে প্রতিরোধের জন্য জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভা আয়োজন করা হয়।

সভায় বক্তারা জানান, ‘মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হলেও মাদক ব্যবসা কমছেনা। ব্যবসায়ীরা বের হয়ে এসে আবার ব্যবসায় জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেফতারের সাথে সাথে তাৎক্ষনিক উপায়ে সাজা প্রদানের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করতে হবে।’

সভায় কমিটির সদস্য থেকে মুক্তারপুরে অবৈধভাবে কারেন্ট জাল নির্মাণকারী কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার জন্য বলা হয়। মুক্তারপুরে সিমেন্ট কারখানার ডাস্টের মাধ্যমে পরিবেশ ক্ষতির হচ্ছে। এই জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সর্বশ্রেণির লোকজনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠনের পরামর্শ প্রদান করা হয়।

পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পাদনের জন্য সভায় উপস্থিত মিরকাদিম ও মুন্সিগঞ্জ পৌরসভার বর্তমান দুই মেয়র ইরাদত মানু ও শহীদুল ইসলাম সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম, মুন্সিগঞ্জ পৌর মেয়র এ কে এম ইরাদত মানু, মিরকাদিম পৌর মেয়র শহীদুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তোফাজ্জল হোসেন, এডভোকেট শাহআলম মৃধা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ প্রমুখ।

error: দুঃখিত!