মুন্সিগঞ্জ, ২০ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর কলেজ রোড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আলাউদ্দিন (৪২) নামে এক ভ্যান চালকের প্রাণ গেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ভবেরচর বাজার থেকে ভ্যান গাড়িতে বাঁশের বেড়া নিয়ে বাউশিয়া যাচ্ছিলেন ওই ভ্যানচালক। পথে ফিদা ফিলিং স্টেশনের সামনে ইউ টার্ন নিয়ে কুমিল্লাগামী লেনে প্রবেশ করে কিছুদূর সামনে এগোতেই অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে ওই ভ্যানগাড়িতে থাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মারা যান আলাউদ্দিন।
নিহত আলাউদ্দিন উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র। গত কয়েক বছর ধরে তিনি ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আমরা অভিযুক্ত গাড়িটিকে শনাক্তের চেষ্টা করছি।’