১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ৯:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের ১০৪ গ্রামে বন্যার পানি, ক্ষতিগ্রস্থ ২০ হাজার পরিবার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। প্লাবিত হয়েছে ১০৪টি গ্রাম।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টা থেকে ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি ৭.০৫ মিটার উচ্চতায় রয়েছে। যা গেল ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার উপর দিয়ে। 

মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, এ পর্যন্ত বন্যার পানিতে জেলার ১৬টি ইউনিয়নের ১০৪টি গ্রাম প্লাবিত হয়েছে।  ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৯ হাজার ৮৫১।  আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে ৩৩টি। আশ্রয় কেন্দ্রে এরই মধ্যে ১০৮টি পরিবার আশ্রয় নিয়েছে। দুর্ভোগে পড়া মানুষের মাঝে এ পর্যন্ত ১৪৬ মেট্রিক টন চাল ও ২৯০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লৌহজং উপজেলা। এখানে ৯টি ইউনিয়নের ৪৬টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজার ৪০০ পরিবার। এ পর্যন্ত ৬৬ মেট্রিক টন চাল, ১ হাজার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, টংগিবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ২৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া শ্রীনগর উপজেলার ২৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে প্রায় ৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত। ১০ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সহযোগী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।  চলতি সপ্তাহে পানি আরো বৃদ্ধি পাবে।

error: দুঃখিত!