মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-মাহমুদ বাবু এসব সিলিন্ডার সরবরাহ করেন।
বুধবার (২২ জুলাই) সকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, মুন্সিগঞ্জ থানার ওসি মো. আনিচুর রহমান, বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. জোবায়ের ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, আমার বিক্রমপুর এর সম্পাদক অ্যাডভোকেট কাউসার তালুকদার প্রমুখ।