১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১:৩০
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শ্রীনগর প্রেস ক্লাবের তালতলায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক আবু কালাম কানন, উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আশরাফ হোসেন, সিদ্দিকুর রহমান মন্টু, সিদ্দিকুর রহমান মিলন, মতিউর রহমান, যুবদল নেতা জয়নাল আবেদীন মৃধা, মাসুদ রানা, লিমন মোড়লসহ দলীয় নেতা কর্মীরা।

error: দুঃখিত!