মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। ২৭টি কবর খুঁড়ে অন্তত সাতটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে চার দফায় কঙ্কাল চুরির ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
বুধবার রাতে উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয় বলে স্থানীয়দের বরাতে জানান শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহমেদ।
এর আগে গত ১৪ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলার বেজগাঁওয়ে করব খুঁড়ে ১১টি খুলি এবং ২০ ফেব্রুয়ারি চারিগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় বলে জানান এলাকাবাসী।
উপজেলায় বারবার এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ওসি শাকিল আহমেদ বলেন, কঙ্কাল চোর চিহ্নিত করতে সোর্স নিয়োগ করা হয়েছে। চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।