৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের মন্দির-গির্জা-প্যাগোডায় গিয়ে সেনাবাহিনীর অভয়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপাসনালয়ে গিয়ে তাদের সাথে কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এসময় তারা নাগরিকদের অভয় দেন।

সোমবার দুপুরে জেলা শহরের কালিবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির’, বজ্রযোগিনীর অতীশ দীপঙ্কর পণ্ডিত ভিটায় অবস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্যাগোডায় যান মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লে: কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন ও সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস।

অপরদিকে একই সময় সেনাবাহিনীর আরেকটি দল সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে অবস্থিত খ্রিষ্টান ধর্মালম্বীদের ‘সাধু যোসেফ শুলপুর গীর্জা’র খোঁজখবর নেন।

সেনা কর্মকর্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম আমরা সবাই ভাই ভাই। যুগ যুগ ধরে আমরা বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছি। কোন বিশেষ সময়কে কেন্দ্র করে কেউ যাতে কারও উপর আক্রমণাত্মক না হই সে দিকটি সকলের খেয়াল রাখতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় সকলে মিলে মিশে থাকতে হবে। তাহলেই আমরা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে পারবো।

তারা বলেন, কোন উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ সেনাবাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। মুন্সিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের সাথে যোগাযোগের নাম্বার: ০১৭৬৯০৯৩৫৪৮, ০১৭৬৯০৮২৭৯৮

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!