৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের পঞ্চসারে অগ্নিকান্ড, কোটি টাকা ক্ষতি দাবি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও স্থানীয়রা দাবি করেছেন।

গতকাল শুক্রবার (১৮ মার্চ) রাত ৯টা’র দিকে বিনোদপুর এলাকায় সিটি ব্যাংক সংলগ্ন গলিতে একটি কুড়ার গোডাউনে আগুন লাগে বলে ধারণা স্থানীয়দের। পরে আগুন আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পরে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, রাত ১০ টা’র পর দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

তিনি জানান, আগুনে পুড়ে ছাই হয়ে যায় ধান ও চালের গুদামসহ ২০টি দোকান। তবে, কেউ হতাহত হয়নি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!