৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জের করোনার খবর: নতুন আক্রান্ত ৩০ জন সহ মোট ২৭৪৯
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ৩০ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৭৪৯ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২৭ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন ও সিরাজদিখান উপজেলার ২ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১১৮৮২৭৬১২
গজারিয়া২৮৭২৪৬
টংগিবাড়ী২৪৭২১০
লৌহজং৩৫০২৫৬
সিরাজদিখান৪৩১৩৪৯
শ্রীনগর২৪৬১৪৫
 সর্বমোট- ২৭৪৯সর্বমোট- ৫৯সর্বমোট- ১৮১৮
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৩০ জুলাই) ১২৮৮৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৬৫২ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৭৪৯, মৃত ৫৯, সুস্থ ১৮১৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৩৪ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

error: দুঃখিত!