মুন্সিগঞ্জ, ২৫ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ১৭ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৬৫৫ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২৫ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, লৌহজং উপজেলার ২ জন, গজারিয়া উপজেলার ৬ জন ও শ্রীনগর উপজেলার ১ জন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২৫ জুলাই, ২০২০ইং
উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
মুন্সিগঞ্জ সদর | ১১৩১ | ২৭ | ৪৫৯ |
গজারিয়া | ২৭৭ | ৩ | ১৬৭ |
টংগিবাড়ী | ২৪১ | ৯ | ২০৬ |
লৌহজং | ৩৪৮ | ৭ | ১৮৬ |
সিরাজদিখান | ৪১৭ | ৯ | ৩৩১ |
শ্রীনগর | ২৪১ | ৪ | ১২৫ |
সর্বমোট- ২৬৫৫ | সর্বমোট- ৫৯ | সর্বমোট- ১৪৭৪ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৫ জুলাই) ১২৪৭১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৩২০ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৬৫৫, মৃত ৫৯, সুস্থ ১৪৭৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৫১ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।