১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৫৭
মুন্সিগঞ্জের করোনার খবর: নতুন আক্রান্ত ১৭ জন সহ মোট ২৬৫৫
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ জুলাই, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১৭ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ২৬৫৫ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (২৫ জুলাই) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ৪ জন, টংগিবাড়ী উপজেলার ১ জন, সিরাজদিখান উপজেলার ২ জন, লৌহজং উপজেলার ২ জন, গজারিয়া উপজেলার ৬ জন ও শ্রীনগর উপজেলার ১ জন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ২৫ জুলাই, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১১৩১২৭৪৫৯
গজারিয়া২৭৭১৬৭
টংগিবাড়ী২৪১২০৬
লৌহজং৩৪৮১৮৬
সিরাজদিখান৪১৭৩৩১
শ্রীনগর২৪১১২৫
 সর্বমোট- ২৬৫৫সর্বমোট- ৫৯সর্বমোট- ১৪৭৪
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২৫ জুলাই) ১২৪৭১ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১২৩২০ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ২৬৫৫, মৃত ৫৯, সুস্থ ১৪৭৪ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ১৫১ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।