৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৩৩
মুক্তারপুর সিএনজি স্ট্যান্ডে গাঁজা সেবনের সময় আটকের পর ১০ দিনের জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মুক্তারপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের সময় এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কতৃক আটকের পর ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, সিরাজদিখান উপজেলার ভূইড়া এলাকার মৃত অহেদ আলীর ছেলে রাকিব বেপারি (২৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঐ ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটকের পর ১০ দিনের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।

error: দুঃখিত!