২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:১৭
মুক্তারপুর-নারায়ণগঞ্জ রোডে দীর্ঘ যানজট, ভোগান্তি চরম পর্যায়ে
খবরটি শেয়ার করুন:

মুক্তারপুর টু ঢাকা সড়কের নারায়ণগঞ্জ অংশের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির সামনে অবৈধ বালুবাহি ট্রলি বিকল হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ঐ সড়কে যাতায়াতরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

যানজটে অাটকে থাকা ‘অামার বিক্রমপুর’ এর একজন পাঠক অফিসে ফোন দিলে সেখানে তৎক্ষনাৎ প্রতিনিধি পাঠিয়ে সরেজমিন অবস্থা তুলে অানে ‘অামার বিক্রমপুর’

এরপরে বিষয়টি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের নজরে অানলে তারাও সাথেসাথে ট্রলি সরানোর জন্য বিশেষায়িত ক্রেন পাঠিয়ে ট্রলিটি সরিয়ে সড়কটি স্বাভাবিক করার চেষ্টা করছে।

মুন্সিগঞ্জের মানুষের বহুদিনের অাকাঙ্খিত এই সড়কটি দিয়ে যানবাহন চলাচলের সময়ে স্থানীয় সিমেন্ট ফ্যাক্টরির ভাড়ী পণ্যবাহী গাড়ির কাছে বরাবরই জিম্মি হয়ে রয়েছে।

তাদের ইচ্ছেমতো যত্রতত্র গাড়ি রেখে দেয়া ও গাড়ি ঘোড়ানোর কারনে সময় নষ্ট হওয়ার পাশাপাশি দূষনেরও স্বীকার হচ্ছে মানুষ।

কিন্তু নাগরিক দূর্ঘোব লাঘবে কখনোই কোন স্বদিচ্ছা দেখা যায়নি সংশ্লিষ্ট মহলের মধ্যে

error: দুঃখিত!