২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৩৯
মিরকাদিম পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর ফলাফল পুন: তদন্তের দাবি
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার নির্বাচনে ৭নং ওয়র্ডের কাউন্সিউলার পদ প্রার্থীর ফলাফল অনিয়ম ও পুন: গণনার দাবিতে জেলা রিটানিং অফিসারের কাছে অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে। এই অভিযোগটি দায়ের করেছেন ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো: সোহেল মিয়া। মিরকাদিম পৌরসভার ১৩ নং কাগজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী ফলাফলের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মো: সোহেল মিয়ার অভিযোগের আর্জিতে জানা যায়, নির্বাচনের দিন ১৩ নং কাগজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার পক্ষের নির্বাচনী এজেন্ট দেয়া হয়ে ছিল স্থানীয় মো: জালাল উদ্দিন দেওয়ানকে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দাখিলকৃত ফলাফলের ছকের শেষ দাপের এজেন্টদের স্বাক্ষরের তৃতীয় ক্রমিকে ডালিমের পক্ষে সলিমের স্বাক্ষর দেখানো হয়েছে। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মো: সোহেল মিয়া। তার দাবি সলিম নামে কাউকে তিনি এখানে এজেন্ট দেননি। তবে সলিম নামের এই ব্যক্তিটি কে। এই নিয়ে এ নির্বাচন এখানে রহস্যের দানা বেধে উঠেছে।
এই নির্বাচনে এই কেন্দ্র থেকে মো: সোহেল মিয়া সরকারি ছকের কোন ফলাফল পাননি। তাকে কাটা ছেড়া হাতের লেখা ফলাফল দেয়া হয়েছে। তার দাবি কাটা ছেড়া ফলাফলে তিনি ৬১৫ পেয়েছেন। এই বিষয়টি সঠিক হলে মুলত মো: সোহেল মিয়া এই ওয়ার্ডে বিজয়ী কাউন্সিউলর। কিন্তু প্রিজাইডিং অফিসারের দাখিলকৃত ফলাফলের ছকের মুল কাগজে ৫১৫ লেখা হয়েছে। এই অনিয়মে তাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে।
এইসব অভিযোগ নিয়ে তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়ঝাপ শুরু করেছেন।

error: দুঃখিত!