মিরকাদিম পৌরসভায় সংরক্ষিত তিনটি আসনে যাচাই বাছাই শেষে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে নির্বাচন অফিস।
কোন প্রার্থী নির্বাচন থেকে সরে না দাঁড়ালে শেষ পর্যন্ত ১০জন প্রার্থীই নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকবেন। তবে ১টি আসনে মাত্র ২জন প্রার্থী রয়েছেন। সেক্ষেত্রে এই আসন থেকে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তবে চমক হিসেবে সেই আসনটি বিনাপ্রতিদ্বন্ধিতা চলে যাবার আশংকা করছে ভোটাররা।
মিরকাদিম পৌরসভার সংরক্ষিত ১ আসনটি তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত। আর এই আসনে নির্বাচনী মাঠে নেমেছেন তিনজন প্রার্থী। তারা হচ্ছেন হাসিনা পারভীন, নুরজাহান শিল্পী ও হালিমা বেগম। ২ আসনে ২জন প্রার্থী রয়েছে। তারা হচ্ছেন সালমা বেগম ও সানোয়ারা বেগম। ৩ আসনে রয়েছে ৫জন প্রার্থী। তারা হচ্ছেন শাহিনা, পান্না আক্তার, শিউলী বেগম, আসমা আক্তার ও সেলিনা আক্তার মুন্নী।