মিরকাদিম পৌরসভায় ভোরের ডাক প্রভাতী সংগঠনের উদ্যোগে নারীদের ডায়াবেটিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার সময় মিরাপাড়া মাজারের নিকটে সালাম হাজ্বীর বাড়ীতে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় ডা: বাপ্পির নেতৃত্বে বিশেষজ্ঞ ৬ জন ডাক্তারদের তত্বাবধানে গ্রামের ৫০০ শতাধিক নারীদেরকে ডায়বেটিক চিকিৎসা প্রদান করা হয়। পরে সংগঠনের সভাপতি সোহানা তাহমিনার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন পুস্তি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আহম্মেদ কালাম, মহসিন মাখন সভাপতি জেলা শ্রমিকলীগ, আলহাজ্ব সালাম হাজী প্রমুখ।