১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৮:৪৫
মিরকাদিমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ মার্চ, ২০২০, জাফর মিয়া (আমার বিক্রমপুর)

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন করেছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর আওয়ামীলীগ ও সর্বস্থরের মানুষ।

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সদর উপজেলার মিরকাদিমের হাজী আমজাদ আলী কলেজ মাঠে অস্থায়ীভাবে স্থাপন করা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মিরকাদিম পৌর আওয়ামীলীগ। পরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহম্মেদ কালাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান শরিফ, হাজী আমজাদ আলী ডিগ্রী কলেজ, মিরকাদিম পৌর ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে ও জন্মশত বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মিরা। এসময় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ও দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

error: দুঃখিত!