২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:৫০
মাসিক কল্যাণ সভায় পুলিশের করণীয় ও বর্জনীয় তুলে ধরলেন এসপি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশের করণীয় ও বর্জনীয় তুলে ধরেছেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

আজ সোমবার জেলা পুলিশ লাইনসে শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা হয়।

এতে জেলার সকল থানা, কোর্ট, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।

কল্যাণ সভায় ডিসেম্বর/২০২৪ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নগদ অর্থে পুরস্কৃত করা হয়।

পুলিশ সুপার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন  দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

error: দুঃখিত!