রুবেল ইসলামঃ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অগ্নিকান্ডে ১ টি দোকান পুরে গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিমুলিয়া ১নং ফেরিঘাট এলাকায় তেলের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পাশাপাশি থাকা ২/৩টি হোটেল দোকানি জন সাধারণকে নিয়ে চেষ্টা করে ১০মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহত হয়নি।