২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১২:৪২
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুন্সিগঞ্জে ওষুধের দোকান, কনফেকশনারী ও বেকারি কে জরিমানা
খবরটি শেয়ার করুন:

জেলায় ভ্রাম্যমান আদালত ২টি ওষুধের দোকান ও একটি বেকারিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ভেজাল খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় সুপার মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় প্রকাশ্যে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে একটি কনফেকসনারিকে জরিমানা করা হয়। এ অভিযানে ৪টি দোকানকে সর্বমোট ২৮,৫০০ টাকা জরিমানা করে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি ব্রেকিংনিউজকে জানান, ভেজানবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!