মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের আশুতোষ হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ, জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ নাসিমা আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মোক্তার হোসেন, অধ্যাপক আব্দুল হাকিম মোল্লা, অধ্যাপক মো. রাসেল কবির, প্রভাষক সুভাশীষ মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ রাফি, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন অাহমেদ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার অর্জন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তিনি বলেন, আমি যত দিন জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছি, আমি সব সময় সরকারি হরগঙ্গা কলেজের উন্নয়নে কাজ করে যাব, এবং ছাত্রছাত্রীদের যে কোন সমস্যায় আমি তাদের পাশে থাকবো।