১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:০৩
বিয়ের অনুষ্ঠানের আগেই লাশ উদ্ধার গৃহবধূর
খবরটি শেয়ার করুন:
20

মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গোসলখানা থেকে কলেজপড়ুয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধুর পরিবারের দাবি স্বামী নিজেই তার স্ত্রী কে মেরে ফেলেছেন।

গতকাল (৩১ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর ‍উপজেলার মাকহাটি গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী শামসুল সৈয়াল এর ছেলে নাজমুল হাসান (গৃহবধুর স্বামী) এর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় কনিকা আক্তার রিয়া (২৩) এর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিয়ার বাবা মাসুদ মিজি জানান, বুধবার রাত ৯ টার দিকে নাজমূল আমাদের বাড়ি আসে। রিয়া ও নাজমুল বাড়ির আলাদা ঘরে ঘুমিয়ে ছিলো। আমরাও পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলাম। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে রিয়ার শ্বশুরবাড়ির লোকজন জানান, রিয়া মারা গেছে।

জানা যায়, ২ বছর আগে মোবাইল ফোনে বিয়ে হয় কনিকা আক্তার রিয়া (২৩) এর। স্বামী সদর উপজেলার মাকহাটি গ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী শামসুল সৈয়াল এর ছেলে নাজমুল হাসান।

গত ৬ মাস আগে সাউথ আফ্রিকা হতে ফিরে আসে নাজমুল। আগামী ৬ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে রিয়াকে শশুড় বাড়িতে তুলে নেওয়ার কথা ছিলো।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাকাহাটি গ্রামের নাজমুলের সঙ্গে দুই বছর আগে পারিবারিকভাবে মুঠোফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। নাজমুল তখন দক্ষিণ আফ্রিকায় ছিলো। ৬ মাস আগে বিদেশ থেকে বাংলাদেশে আসেন নাজমুল। এর পর থেকে শ্বশুরবাড়ি যাওয়া-আসা করত নাজমুল। রিয়াও নাজমুলদের বাড়িতে যেত।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক ‘আমার বিক্রমপুর’ কে আজ দুপুরে জানান, নিহতের পরিবার স্বামীকে অভিযুক্ত করে মামলা নিয়ে থানায় এসেছে। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ওই দম্পতির মধ্যে কলোহ ছিলো। নিহতের পরিবারের লোকজন থানায় গেলে আত্মহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হবে। ময়নাতদন্তে হত্যার কোন আলামত পেলে সেটি পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তর করা হবে।