২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:১৮
বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘অগ্নি টু’
খবরটি শেয়ার করুন:
প্রতিবেদক : ছাড়পত্র পেল মাহিয়া মাহি অভিনীত চলচ্চিত্র ‘অগ্নি টু’। ৯ জুলাই বিনা কর্তনে ছাড়পত্র পায় বড় বাজেটের এ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের প্রযোজনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী এবং হিমাংশু। অ্যাকশনধর্মী এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। ইতিমধ্যে ছবির ‘ম্যাজিক মামণি’ গানটি ফেসবুক ও ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। ঈদে সারাদেশে মুক্তি পাবে ছবিটি। ঈদের পর এটি ভারত, চীন [চায়না ভাষায়], হংকং, মালয়েশিয়া [মালয় ভাষায়], ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি ও আমেরিকাতে প্রদর্শিত হবে।
error: দুঃখিত!