মুন্সিগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিদেশগামীদের সচেতন করতে মুন্সিগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম- ওকাপের ৯ দিনব্যাপী পথনাটক মঞ্চস্থ শুরু হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, গেল ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পথনাটক ‘না জানিয়া বিদেশ যাইয়ো না’ মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নের জনবহুল এলাকায় আগামী ৫ মার্চ পর্যন্ত মঞ্চস্থ হবে।
এ প্রসঙ্গে ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং বলেন, মুন্সিগঞ্জ একটি অভিবাসন প্রবণ এলাকা। এখানে দালালের খপ্পরে বা প্রলোভনে পড়ে নিঃস্ব হয়ে গেছে এরকম মানুষের সংখ্যা অনেক। তাই এই নাটকের মাধ্যমে বিদেশগামী মানুষদের বিদেশে যাওয়ার আগে যাচাই-বাছাই করে এবং সঠিক নিয়মে যেতে উদ্বুদ্ধ করা হচ্ছে।নাটক দেখানোর মুল উদ্দেশ্য হলো সচেতনতা বৃদ্ধি করা।