মুন্সিগঞ্জ ১৮ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে ‘বিজয় কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমাকের্ট মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে এই কনসার্টের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ‘আমার বিক্রমপুর’ এর প্রকাশক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
এতে মুন্সিগঞ্জের স্থানীয় ৭টি ব্যান্ড বিভিন্ন ধরনের গান পরিবেশন করে। ব্যান্ডগুলো হচ্ছে- মানুষ, নির্বাক, বোকাপাখি, শব্দ, ইয়েলো, ধোয়া ও শুদ্ধ।
ভিডিওঃ
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিলো ‘আমার বিক্রমপুর’
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।