মুন্সিগঞ্জ, ১২ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে গেল বিজ্ঞান কর্মশালা।
বুধবার দুপুর ১২ টা থেকে দুই ঘন্টাব্যাপী মুন্সিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউটে আনন্দময় বিজ্ঞান জগৎ সংগঠনের আয়োজনে এই কর্মশালা হয়।
এসময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরে দৃশ্যায়নের পাশাপাশি বক্তব্য দেন ৩ আলোচক। তারা হলেন- বুয়েট শিক্ষার্থী রবিউর রহমান হৃদয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইদুল হোসেন আল আমিন ও ভারতের চন্ডিগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমাম মেহেদি আশফি।
কর্মশালায় অংশ নেয় প্রতিষ্ঠানটির অষ্টম-নবম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। শেষে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয়।
সংগঠনের সদস্য আফছারি হোসেন ছোয়ার সঞ্চালনায় সমাপনি বক্তব্য রাখেন কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ওবায়দুল হক ভূঞা।
প্রসঙ্গত, বিজ্ঞান শিক্ষার প্রসারে ২০১৮ সালে আনন্দময় বিজ্ঞান জগৎ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করেন মুন্সিগঞ্জের দুই তরুণ সাইদুল হোসেন আল আমিন ও ইমাম মেহেদী আশফি।