২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১১:৫১
‘বিক্রমপুরের মাটি, সোনার চেয়েও খাঁটি’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘বিক্রমপুরের মাটি, সোনার চেয়েও খাঁটি’ এই শ্লোগান তুলে ধরে ফসলি জমি রক্ষার দাবিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার লতব্দি ইউনিয়নের কংশপুরা অটোস্ট্যান্ডে গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন মৌজায় ভূমি দস্যুদের দ্বারা জমি দখল, ইট ভাটায় ফসলি জমির মাটি পোড়ানো, মাটি পরিবহনে যানবাহনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটে। তাই ধূলা-বালির কারণে নানা জটিল রোগে আক্রান্ত সহ জমির মাটি কাটা থেকে ফসলি জমি রক্ষায় পেতে চান তারা।

মানববন্ধনে আলিম বাদশা (প্রকৌশলী) বলেন, আমরা বারবার বলার পরও তারা প্রতি বছর আমাদের কাছে সময় চাচ্ছে। মাটি খেকুরা বলেন এ বছরই শেষ কিন্তু ছয় বছর ধরে মাটি কাটা আর বন্ধ হচ্ছে না । আজ এজন্য আমরা মানববন্ধনের আয়োজন করি। কিন্তু আমাদের মানববন্ধনে আসতে লোকজনকে মাটি কাটার সাথে জড়িতরা হুমকি-ধমকি দিয়ে আসতে বাড়োন করে। এলাকাবাসীরা ভয়ে আসতে পারেনি মানববন্ধনে। আমরা চাচ্ছি না কোনো সংঘাত হউক। আমরা শান্তিপূর্নভাবে মানববন্ধন করতে চাই।

তিনি বলেন, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক এটা আমার অধিকার রয়েছে। আমরা সমাজের পক্ষে কাজ করছি। সাবেক মেম্বার সেন্টু, যুবলীগ নেতা মান্নান এদের বাধার কারণে সমাবেশটা বড় করতে পারিনি।

আমি মাটি কাটার বিষয় নিয়ে আমাদের চেয়্যারমান সোহরাব হোসেন কে জানালে তিনি আমাকে বলেন, আমি কিছু করতে পারবো না, তোমারা যদি কিছু করতে পারো করো। আমার হাত-পা বাধা।

এখন আমরা নিরুপায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভূমি মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রনালয়ের কাছে আকুল আবেদন করছি আমাদের এই ফসলি জমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য।

error: দুঃখিত!