২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | বিকাল ৪:০৮
Search
Close this search box.
Search
Close this search box.
বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দিচ্ছে সৌদি প্রতিষ্ঠানগুলো
খবরটি শেয়ার করুন:

সৌদি আরবের নিয়োগ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি যে পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল তা কমে যাওয়ায় খরচ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে আরব নিউজ।

এ প্রসঙ্গে নিয়োগ বিশেষজ্ঞ ইব্রাহিম আল মেঘেইমিশ বলেন, চাকরি প্রত্যাশী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা অনেক কম। অর্থাৎ তাদেরকে শুধু বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে যাওয়ার খরচ ১০০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ ডলারে। তিনি আরও বলেন, দেশে শ্রমিক নিয়ে আসতে যে খরচ হচ্ছে তা মেটাতে সৌদি শ্রম মন্ত্রণালয় ঘোষিত ৭ হাজার ডলার ব্যয় যথেষ্ট নয়। একইরকম অভিযোগ এসেছে বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে। তারা বলছেন, খরচ বেড়েছে ৮০ শতাংশ।

আল মেঘেইমিশ বলেন, ৫  লাখ বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরবে আসবে বলে শ্রম মন্ত্রণালয় যে দাবি করেছিল তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ জন শ্রমিক সৌদি আরবে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা কম। তার ওপর প্রশিক্ষণের সময় ৪ সপ্তাহ। ফলে, শ্রমিকদের এখানে আসতে দেরি হচ্ছে আর জরিমানা গুনতে হচ্ছে।

error: দুঃখিত!