১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩০
বজ্রযোগিনীতে যুবনেত্রী জেসমিনের আয়োজনে শোক দিবসের কর্মসূচি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনীতে ১,২ ও ৩নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সদর থানা যুব মহিলা লীগের আহবায়ক জেসমিন আক্তারের আয়োজনে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মালপাড়া এলাকায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। এসময় পাঁচ শতাধিক মানুষের মাঝে গণভোজ বিতরণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপি, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান, সাবেক জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

error: দুঃখিত!